এবার যাঁরা হজের নিবন্ধন করেছেন, সৌদি সরকারের নিয়মানুযায়ী তাঁদের হজ ভিসার জন্য বায়োমেট্রিক তথ্য (১০ আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) দিতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট এজেন্সি (যেখানে নিবন্ধন করেছেন) আর সরকারি ব্যবস্থাপনার বায়োমেট্রিক নিজের মুঠোফোন অথবা নির্দিষ্ট কেন্দ্র থেকে করা যাবে। পাসপোর্টের সঙ্গে এ তথ্য ও করোনা টিকার সনদ দিতে হবে। বায়োমেট্রিক তথ্য নামটা […]
Monthly Archives: April 2023
পবিত্র নগরী মক্কা বর্তমান সৌদি আরবে অবস্থিত। এ নগরীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। এ নগরিতে রয়েছে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজরিত স্থান। পবিত্র নগরী মক্কায় রয়েছে হজের ঐতিহাসিক স্থানগুলো। যে স্থানগুলো আল্লাহ তাআলাহ হজ্জের রোকন হিসাবে সাব্যস্থ করেছেন।আরাফা মিনা মুজদালিফা, সাফা মারোয়া। হজ্জের সংগে সম্পর্কিত রোকন গুলো ছাড়াও এ নগরীতে রয়েছে পবিত্র […]