উমরাহ পালন শেষে মক্কার ৫ টি দর্শনীয় স্থান ঘুরে দেখুন

পবিত্র নগরী মক্কা বর্তমান সৌদি আরবে অবস্থিত। এ নগরীর কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। এ নগরিতে রয়েছে অসংখ্য নবী রাসূলের স্মৃতি বিজরিত স্থান। পবিত্র নগরী মক্কায় রয়েছে হজের ঐতিহাসিক স্থানগুলো। যে স্থানগুলো আল্লাহ তাআলাহ হজ্জের রোকন হিসাবে সাব্যস্থ করেছেন।আরাফা মিনা মুজদালিফা, সাফা মারোয়া। হজ্জের সংগে সম্পর্কিত রোকন গুলো ছাড়াও এ নগরীতে  রয়েছে পবিত্র কাবা শরিফ সহ প্রিয় নবির স্মৃতি বিজরিত ৫ টি বিখ্যাত স্থান। আর তা হলো

১। কাবা ঘরঃ বাইতুল্লা পবিত্র কাবা ঘরকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘড় বলা হয়। পৃতিবীর ইতিহাসে প্রথম এবাদৎগাহও এটি। পবিত্র কাবাশরিফের চার পাশ ঘিরে হয়েছে মসজিদ আল হারাম।

তিন লাখ ছাপান্ন হাজার বর্গ মিটার বাইতুল্লাহ চত্ত্বর  অবস্থিত। যেখানে সাধারনত দশ লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। হজ্জের মৌসুমে এই সংখা চল্লিশ লাখ ছাড়িয়ে  যায়।পবিত্র কাবা ঘরের  আঙ্গিনায় সৌদি সরকারের নিজস্ব কারখানায় প্রস্তুতকৃত মোটা সাদা মার্বেল পাথর বসানো